গতকাল রাতে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকা গেরুয়ায় স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজ দুপুর দুইটার ভিতরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো খুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছেন জাবি শিক্ষার্থীরা।
গতকাল জাবি ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া গ্রামের স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় সকাল ১১ টায় এই আল্টিমেটাম দেয়া হয়।
উত্তেজিত শিক্ষার্থীরা জানান, দুপুর দুইটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো না খোলা হলে তারা কঠোর আন্দোলনের দিকে যাবেন।
এরপর শিক্ষার্থীরা আজকেই হল খোলার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষোভ মিছিলে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শাহী/ওয়াজহাতুল