ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরীক্ষা বর্জন করল শেখ হাসিনা ইনস্টিটিউট অব আইসিটি’র শিক্ষার্থীরা ।

আজ বুধবার (০৩/০২/২০২১ইং) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জয় বাংলা চত্তরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব আইসিটি’র শিক্ষার্থীরা ৭ দফা দাবিদাওয়াকে কেন্দ্র করে এক প্রেস ব্রিফিংয়ে দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরীক্ষা বর্জনের এ ঘোষণা দিয়েছেন।

এ সময় লিখিত বক্তব্য পাঠকালে শিক্ষার্থীরা বলেন, “আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর শেখ হাসিনা ইনস্টিটিউট অব আইসিসি’র ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইএসসি ও ইইই বিভাগের শিক্ষার্থী। অনেক স্বপ্ন ও আশা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নামাঙ্কিত এই ইন্সটিটিউটে ভর্তি হই কিন্তু সেটা শুধু স্বপ্নই থেকে যায়। এর বাস্তব কোন রূপ বিগত দুই বছরে পরিলক্ষিত হয় নাই। এখানে উল্লেখ যে, ইইই, সিএসসি, ইটিই থাকলেও ততৎকালীন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন বি. কে বালা এবং ইটিই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শাহজাহান ইন্সটিটিউট এর ইটিই বিভাগকে অনুষদের ইটিই বিভাগের সাথে একীভূতকরণ করেন। “

শিক্ষার্থীরা আরও বলেন, ” বর্তমান সিএসসি, ইটিই বিভাগের সকল শিক্ষার্থীরা দুই বছর যাবত বহু সমস্যায় ভুগছি। আমাদের সকল সমস্যা সমাধান করার জন্য বিগত দুই বছরে কয়েকবার স্মারকলিপি, আবেদনপত্র প্রশাসন বরাবর জমা দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সমস্যার কোন সুষ্ঠু সমাধান দেয়নি। বরং ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া সত্ত্বেও ইন্সটিটিউট এর পরবর্তী ব্যাচ ভর্তি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে আমাদের ভবিষ্যৎ সংকটাপন্ন। এরই প্রেক্ষিতে ৭ দফা দাবিতে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের পরবর্তী ব্যাচ ভর্তিসহ সকল সমস্যা সমাধান করে ইন্সটিটিউট চলমান রাখার জন্য আন্দোলন করলে ততৎকালীন প্রশাসন আমাদের আশ্বাস দেয় স্থায়ী ভিসি স্যার আসলেই ইনস্টিটিউটের সিএসসি এবং ইইই বিভাগকে ইঞ্জিনিয়ারিং অনুষদের স্ব-স্ব বিভাগে একীভূত করবেন।”

শিক্ষার্থীরা জানান, ” আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের আন্দোলন স্থগিত করলে স্থায়ী ভিসি স্যার আসলেও আমাদের সমস্যার কোন সমাধান হয়নি। এমনকি মাননীয় ভিসি স্যারের সাথে কয়েকবার দেখা করলেও আমাদের অস্তিত্ব সংকট দূরীকরণের জন্য কোন সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যার কারণে আমরা ২৮ ডিসেম্বর,২০২০ থেকে আমাদের ইন্সটিটিউটের সার্বিক সমস্যা সমাধানের জন্য অবস্থান কর্মসূচি এর মাধ্যমে আন্দোলনে নামি। কিন্তু প্রশাসন আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কথা দিলেও সর্বশেষ ভিসি স্যার আমাদের জানান যে, আমাদের ইন্সটিটিউটের দুই বিভাগের পরবর্তী ব্যাচ ভর্তি চলমান রাখবেন এবং সার্বিক সমস্যা সমাধানের জন্য একাডেমিক কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন। “

সর্বশেষ শিক্ষার্থীরা জানান, “আমারা আমাদের মাননীয় ভিসি স্যারের আশ্বাসে এবং প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে পূর্ণ আস্থা রেখে আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করছি। কিন্তু আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করছি।

উল্লেখ্য যে, বশেমুরবিপ্রবি’র শেখ হাসিনা ইনস্টিটিউট অব আইসিটির সমস্যাসমূহ হল- ইন্সটিটিউটে পরবর্তী ব্যাচ নেই, রেজিষ্ট্রেশন ব্যাতিত ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া হয়, ইন্সটিটিউটের সিএসসি বিভাগে ল্যাব ক্লাস ব্যাতিত সেমিস্টার ফাইনাল সম্পন্ন হয়, নিজস্ব ল্যাব ও ক্লাসরুম নেই, নিজস্ব শিক্ষক ও গভর্নিং বডি নেই, হল সুবিধা নেই, পাঠ্যবহির্ভূত কার্যক্রম থেকে বঞ্চিত।

আনন্দবাজার/শাহী/আকীক

সংবাদটি শেয়ার করুন