নটর ডেম কলেজ এর সাবেক শিক্ষার্থী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতদের সংগঠন নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি।
সংগঠনটি তাদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ ২৩ শে জানুয়ারি (শনিবার) শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে।সাজেক,কংলাক পাহাড়, বাঘাইছড়ি ও রাঙ্গামাটির পার্বত্য এলাকায় প্রায় পাঁচশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও যোগাযোগ (আইটি) বিষয়ক উপ-সম্পাদক এন আই আহমেদ সৈকত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান কারবারি, সাজেক হেডম্যান লাল থাং লুসাই, নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির সভাপতি ওয়ালিউল ইসলাম রনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামে, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে সংগঠনের প্রধান উপদেষ্টা এন আই আহমেদ সৈকত বলেন, মানবিক যায়গা থেকে এবার শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকার বাইরে দূর্গম যায়গায় সাধারণত সাহায্য কম আসে ফলে আমরা এটিকে গুরুত্ব দিয়ে পাহাড়ি এ জনপদে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।
আনন্দবাজার/শাহী/মাহাদী