শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবিতে কম্পিউটার চুরির ঘটনায় যুবলীগ নেতা পলাশ গ্রেফতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনার মূল হোতা যুবলীগের সাবেক নেতা পলাশ শরীফকে গ্রেফতার রেছে গোপালগঞ্জ পুলিশ।

আজ সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ সানোয়ার হোসেন।

গতকাল রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের টেকেরহাটের বাস থেকে পলাশ শরীফকে গ্রেপ্তার করেন। তিনি গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। চুরির ঘটনায় জড়িত থাকার পরে যুবলীগ থেকে পলাশ বহিস্কৃত হন।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবি থেকে ৪৯ টি কম্পিউটার চুরি যাওয়ার পর পলাশ শরীফ সহ নয় জনকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/আকীক

আরও পড়ুনঃ  রাণীশংকৈলে কিশোরীকে অপহরণের মামলায় যুবক গ্রেফতার

সংবাদটি শেয়ার করুন