ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড.বিধান চন্দ্র হালদার এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোছাঃ ফাহিমা খানম, আইআরটি এর পরিচালক প্রফেসর ড. মোঃ তারিকুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ ইমরান পারভেজ, পরিবহণ শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মফিজউল ইসলাম,বিভিন্ন হলের হল সুপার, সহকারি প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের সহকারি পরিচালক, সহকারি হল সুপার,বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ ও বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ। পরে সেখানে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আনন্দবাজার/শাহী/আজিজুর

সংবাদটি শেয়ার করুন