ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালের সামনে কেক কেটে, মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয়, শাহিন আলম, হাফিজ, বাধন, অঙ্কন নয়ন, আশিক, সৌমিক, হিরোক, নাবিল, রকি প্রমুখ।

এ সম্পর্কে নাসিম আহমেদ জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়৷ আগামীকাল ইবি ছাত্রলীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হবে।

অপরদিকে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা সকাল ১১টার দিকে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালের পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং ছাত্রলীগের টেন্টে কেক কেটে দিবসটি উদযাপন করেছেন।

আনন্দবাজার/শাহী/তিতলি

সংবাদটি শেয়ার করুন