ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঐকতান’ প্রবন্ধ প্রতিযোগিতা, প্রবন্ধ আহ্বান

‘ঐকতান’ এর উদ্যোগে ‘প্রবন্ধ প্রতিযোগিতা’ প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে।

প্রতিযোগিতার বিষয়: শান্তি, সৌহার্দ্য এবং নারীর সুরক্ষা, মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন, উদ্ভাবনী চিন্তার প্রয়ােগ, তৃণমূল পর্যায়ে কমিউনিটির বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের সাথে নারীদের সম্পৃক্ততা, কোভিড -১৯ এর ঝুঁকি ও চ্যালেঞ্জ মােকাবেলায় নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইত্যাদি।

অংশগ্রহণের যোগ্যতা:
প্রতিযোগিতাটি দেশ বা দেশের বাইরের যেকোনো বয়সের প্রতিযোগীর জন্য উন্মুক্ত।

নিয়মাবলী:
প্রবন্ধটি অবশ্যই বাংলা ভাষায় ও ৫০০ শব্দের মধ্যে লিখতে হবে। লেখাটি পিডিএফ(PDF) এবং ডক (Doc) উভয় ফাইল আকারে পাঠাতে হবে। কোন লেখা হাতে হাতে, ডাকে কিংবা কুরিয়ার সার্ভিসে গ্রহণ করা হবে না। প্রবন্ধের শেষে লেখকের নাম, পদবী, ঠিকানা, ই-মেইল ও মােবাইল নাম্বার লিখতে হবে। লেখা সুতন্নি এমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে (নিরূপায় হলে অভ্র) teamoikotan@gmail.com ই-মেইল ঠিকানায় বিষয় লিখে পাঠাতে হবে।

লেখা পাঠানোর শেষ তারিখ: ১০ জানুয়ারী, ২০২১

বিজয়ীদের জন্য থাকছে-
বিচারকমণ্ডলী কর্তৃক মনোনীত প্রথম তিনজন প্রতিযোগীর সেরা প্রবন্ধ ছাপা হবে ‘ঐকতান’ এর আন্তর্জাতিক প্রকাশনায়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশজন পাবেন ই-সার্টিফিকেট।

উল্লেখ্য, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন করে নারীর প্রতি নিপীড়ন, সহিংসতা হ্রাস করে সমাজের সামগ্রিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে ঐকতান। উদ্যোগটির সার্বিক সহযোগিতায় রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে)। ইউএন উইমেনের অর্থায়নে ও উইমেন পিস ক্যাফে জাককানইবির উদ্যোগে প্রজেক্টটি বাস্তবায়িত হচ্ছে।

আনন্দবাজার/শাহী/আশিক

সংবাদটি শেয়ার করুন