বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।
বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না’হলে এ দেশ স্বাধীন হতোনা তাঁর ভাস্কর্যকে অবমাননা করা মানে বাঙালি জাতির অনুভুতিতে আঘাত করা। এ জাতির গৌরবের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা।
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত করে সর্বোপরি এরা বাংলাদেশ নামক রাষ্ট্রের ওপরই আঘাত করেছে। তাই এ মানববন্ধন থেকে এ সংগঠন দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবী জানাচ্ছে। এ সংগঠন আরও মনে করে ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক বা বিরোধ নেই। বিভিন্ন মুসলিম সভ্যতার দিকে তাকালে দেখা যায় অনেক ইসলামি দেশগুলো ভাস্কর্যকে তাদের সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ হিসেবে বেছে নিয়েছে।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাতে সকলকে উদার মন-মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক, ছাত্রলীগ নেতা রাসেল আলভী, মো: রিয়াদ খান ও প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।
আনন্দবাজার/শাহী/আজিজুর