যথাযথ মর্যাদায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভৌত ও গাণিতীক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মোতাহার হোসেন মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আমিন আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের মনোবল তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এদেশের বুদ্ধিজীবীরা। আর তাইতো মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে দিতে ও যুদ্ধ পরবর্তীতে এ দেশকে পঙ্গু করে দিতেই বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানী বাহিনী। কিন্তু আমরা কজন এসব বুদ্ধিজীবীদের নাম জানি কিংবা তাদের কাজ সম্পর্কে জানি।
সভাপতির বক্তব্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা বলেন, আজকের এই আয়োজন কোন শোক প্রকাশের জন্য নয়। সে সময় অনেক আগেই পেরিয়ে গেছে। বরং মেধা, মনন ও দেশপ্রেমে অনন্য ছিলেন যেসব বুদ্ধিজীবীরা তাদের আদর্শ অনুসরণ করাই আমাদের আজকের এ আয়োজনের উদ্দেশ্য।
এছাড়া দিবসটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
আনন্দবাজার/শাহী/আশিক