যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২০ পালিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
সকাল সাড়ে দশটায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ এবং শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কর্তৃপক্ষ।
পতাকা উত্তোলন শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, ইবি রিপোর্টার্স ইউনিটি, শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, কর্মকর্তা সমিতি, অফিসার্স এসোসিয়েশন, সাধারণ কর্মচারি সমিতিসহ বিভিন্ন পেশাজীবি, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রবিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আনন্দবাজার/শাহী/ইবি