ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাককানইবি’র উইম্যান পিস ক্যাফের আয়োজনে “রোকেয়া দিবস” পালিত

উইম্যান পিস ক্যাফে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস উপলক্ষে ০৯ ডিসেম্বর (বুধবার), রাত ০৮.০০টায় ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উইম্যান পিস ক্যাফের চিফ মেন্টর জনাব অলি উল্লাহ। বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তা, ক্ষমতায়ন, শান্তি ও সমতা প্রতিষ্ঠায় কাজ করা এই প্ল্যাটফর্মটি প্রথমবারের মতো রোকেয়া দিবস উদযাপন করেন।

উইম্যান পিস ক্যাফে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস উপলক্ষে ০৯ ডিসেম্বর (বুধবার), রাত ০৮.০০টায় ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উইম্যান পিস ক্যাফের চিফ মেন্টর জনাব অলি উল্লাহ। বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তা, ক্ষমতায়ন, শান্তি ও সমতা প্রতিষ্ঠায় কাজ করা এই প্ল্যাটফর্মটি প্রথমবারের মতো রোকেয়া দিবস উদযাপন করেন।

উক্ত ওয়েবিনারে আলোচনার বিষয়বস্তু ছিলো “বেগম রোকেয়া: নারী শিক্ষা ও শান্তি”। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন উইম্যান পিস ক্যাফের সদস্য রাফিয়া ইসলাম ভাবনা।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মেহেদী হাসান, উইম্যান পিস ক্যাফের মেন্টর ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মুস্তাফা, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট কো-অর্ডিনেটর নিলুফা সুলতানা শ্বেতা, প্রোগ্রাম এসিস্ট্যান্ট রওনক জাহান মৌশী, মাহমুদা সুলতানা স্বর্ণা, রাহাত আরা রিস্তি প্রমুখ।

নিলুফা সুলতানা শ্বেতা বলেন, ১০০ বছরের বেশি সময় পূর্বের হওয়া সত্বেও রোকেয়া সাখাওয়াত হোসেন অনেক স্মরণীয় হয়ে আছেন। তিনি আরও বলেন, সবার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মানুষ হিসেবে নারীরা স্বীকৃতি পাবে। কেননা তারাই একদিন দেশ গড়বে, সমাজ গড়বে, জাতি গড়বে।

ড. শেখ মেহেদী হাসান বলেন, রোকেয়া সাখাওয়াত একজন আইকন ফিগার ছিলেন। নারী শিক্ষা, নারী জাগরণ, নারী ক্ষমতায়নের কথা আসলেই বেগম রোকেয়ার কথা চলে আসে। তিনি আমাদের কাছে অতি পরিচিত তাঁর লেখনীর মাধ্যমে। আলোচক বেগম সাখাওয়াত এর বিভিন্ন লেখালিখি ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। তিনি আরও বলেন যে, তাঁর লেখালেখিতে নারীর শিক্ষা ও শান্তি এগুলো ফুটে উঠেছে। এবং তিনি তাঁর লেখাগুলো পড়তে, তাঁর সম্পর্কে জানতে সকলকে উৎসাহিত করেছেন।

ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মুস্তাফা বলেন, সবার আগে মানুষের মুক্তি দরকার। তিনি রোকেয়ার বিভিন্ন উদ্ধৃতি উপস্থাপন করেছেন এবং বলেছেন তিনি যে ধরণের ব্যক্তি আর ব্যক্তিত্ব তা তুলে ধরা বর্তমান সময়ে অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। রোকেয়া সাখাওয়াতের চিন্তাধারাকে ধারণ করতে তিনি উৎসাহ প্রদান করেন।

রওনক জাহান মৌশী বলেন, রোকেয়া সাখাওয়াত হোসেনের শিক্ষা, কর্মজীবন, নারী শিক্ষার এবং নারীদের জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিলো তা নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, রোকেয়া সাখাওয়াত আমাদের যাত্রা শুরু করে দিয়েছেন কিন্তু আমরা এখনো স্বতঃস্ফূর্তভাবে ও শক্তিশালীভাবে দাঁড়িয়ে উঠতে পারিনি।

ওয়েবিনারে রোকেয়া সাখাওয়াত হোসেন কে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আতিয়া সুলতানা আঁখি। পরিশেষে উইম্যান পিস ক্যাফের কার্যকরী সদস্য জেসমিন খাতুন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, উইম্যান পিস ক্যাফে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারী ক্ষমতায়ন, নারীর উদ্ভাবনী চিন্তার প্রয়োগ এবং বাস্তবায়ন, বিভিন্ন কমিউনিটি নারীদের নিয়ে কাজ করছে ও উদ্যোক্তা তৈরীতে সৃজনশীল প্লাটফর্ম হিসেবে কাজ করছে। ইউএন উইমেনের এমপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটি প্রজেক্টের আওতায় সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে) ব্রাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশে দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি, বেরোবি) উইম্যান পিস ক্যাফে কাজ করে যাচ্ছে।

আনন্দবাজার/শাহী/সৈকত

সংবাদটি শেয়ার করুন