ঢাকা | বৃহস্পতিবার
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টিম ঐকতানের ভার্চুয়াল মিটআপ অনুষ্ঠিত

টিম ঐকতানের ভার্চুয়াল মিটআপ অনুষ্ঠিত

টিম ঐকতানের ২৫ জন পিস ভলান্টিয়ারদের নিয়ে অনলাইন প্লাটফর্ম জুম ব্যবহার করে ভার্চুয়াল মিটআপ গত রবিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা থেকে নির্বাচিত পিস ভলান্টিয়ারগণ তাদের কাজ করার অভিজ্ঞতা ও প্রত্যাশা, উইমেন পিস এম্বাসাডরদের
অভিমত ও পরামর্শ, ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিম ঐকানের টিম লিডার কানিজ ফাতেমা সুরমা, হোজাইমা সারোয়ার, নুজহাত তাসনিম, হুমাইরা ফেরদৌস, তাসনীম আফরোস, অনিল ইসলাম হিমেল ও মো. আশিকুর রহমান।

উল্লেখ্য, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন করে নারীর প্রতি নিপীড়ন, সহিংসতা হ্রাস করে সমাজের সামগ্রিক শাস্তি প্রতিষ্ঠায় কাজ করছে টিম ঐকতান।

উদ্যোগটির সার্বিক সহযোগিতায় রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে)। ইউএন উইমেনের অর্থায়নে ও উইমেন পিস ক্যাফে জাককানইবির উদ্যোগে প্রজেক্টটি বাস্তবায়িত হচ্ছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন