বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাতির পিতার সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত রেজিস্ট্রারের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার মোঃঃ আব্দুর রউফ বুধবার (০২ ডিসেম্বর) বিকাল ৩.৩০ টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, উপ-রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী, মো. মোরাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম হিরা, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতির পিতার সমাধীসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে নবনিযুক্ত রেজিস্ট্রার মো: আব্দুর রউফ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

আনন্দবাজার/শাহী/আকীক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বশেমুরবিপ্রবিতে কম্পিউটার চুরির ঘটনায় যুবলীগ নেতা পলাশ গ্রেফতার

সংবাদটি শেয়ার করুন