বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবির কবি সুফিয়া কামাল হলের নতুন সহকারী হল সুপার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কবি সুফিয়া কামাল হলের নতুন সহকারী হল সুপার-এর দায়িত্ব পেয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মোহসিনা আক্তার।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়,এ বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল এর সহকারী হল সুপার ফাতেহাতুন-নূর,সহকারী অধ্যাপক, ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের উচ্চ শিক্ষার লক্ষ্যে ছুটিতে যাওয়ায় তাঁকে সহকারী হল সুপারের দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে মোছাঃ মোহসিনা আক্তার, সহকারী অধ্যাপক, কৃষিতত্ত্ব বিভাগ কে সংশ্লিষ্ট হলের সহকারী হল সুপারের দায়িত্বে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হল।

শর্তাবলিঃ
১। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ প্রবর্তিতব্য সব বিধি-নিষেধ মেনে চলতে বাধ্য থাকবেন।
২। বিধি মোতাবেক সংশ্লিষ্ট দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
৩।এ দায়িত্বের মেয়াদ সর্বোচ্চ তিন(৩) বছর তবে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই এ আদেশ বাতিল করতে পারবেন।
৪। এ আদেশ ০১.১২.২০২০ তারিখ হতে কার্যকর হবে।

সহযোগী অধ্যাপক মোছাঃ মোহসিনা আক্তার বলেন, উপাচার্য মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপর আস্থা রাখার জন্য।শিক্ষার্থীদের সমস্যা উত্তরণের মাধ্যমে আমি আমার দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। এক্ষেত্রে উক্ত হলের শিক্ষার্থীদের সার্বিক সহায়তা আমার একান্তভাবে প্রয়োজন।

আনন্দবাজার/শাহী/আজিজুর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ২০ দিনেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

সংবাদটি শেয়ার করুন