শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডুয়েটের নতুন উপাচার্য হাবিবুর রহমান

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) এক আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে ড. মো. হাবিবুর রহমানের নিয়োগের মেয়াদ চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ডুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হওয়ায় পদটিতে শূন্যতার সৃষ্টি হয়।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি সমঝোতা স্বাক্ষর

সংবাদটি শেয়ার করুন