শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় বর্ষে ইবি রিপোর্টার্স ইউনিটি

মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। ‘সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের এই দিনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

বুধবার (১৮ নভেম্বর) করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইনে সংক্ষিপ্ত পরিসরে এ বিশেষ দিনটি উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি কতৃক অনলাইনে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী ১৬ই ডিসেম্বর এই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ইবি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মুরতুজা হাসান বলেন, ইচ্ছা ছিলো ২য় বর্ষপূর্তি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করবো। কিন্তু করোনা পরিস্থিতিতে বর্ষপূর্তি উদযাপন অফলাইনে করতে না পারলেও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। অনলাইন কুইজ প্রতিযোগিতায় ব্যাপক সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করায় সংগঠনটির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

আনন্দবাজার/শাহী/তিতলী

আরও পড়ুনঃ  ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি!

সংবাদটি শেয়ার করুন