ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ববি শিক্ষার্থীর বিরুদ্ধে নারী ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী তাওহীদ ফেরদৌস শাওনের বিরুদ্ধে বাঙালি মুসলিম নারী বিদ্বেষ ও দেনমোহর নিয়ে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী।

তার ফেসবুক প্রফাইলে এক পোস্টে এই শিক্ষার্থী নারীদের কুরুচিপূর্ণ ভাষায় কটুক্তি ও মুসলিম বিবাহ নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদালয়ের শিক্ষার্থীরা এবং তারা তার বহিষ্কারের দাবি করেছেন।

এই পোস্টে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কমেন্টে করলে সেখানেও নারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে জানান শিক্ষার্থীরা। কমেন্টে তর্কবিতর্কের এক পর্যায়ে ‘বাঙ্গালী মুসলিম নারী মানেই বেশ্যা’ বলে অভিহিত করেন শিক্ষার্থী তাওহীদ ফেরদাউস শাওন।

শুধু তাই নয়, যে শিক্ষার্থী তার তার বিরুদ্ধে কথা বলেছে তাকে সে জামাত, শিবির বলে মন্তব্য করেছে।এছাড়া সে মারার হুমকি পর্যন্ত দিয়েছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রক্টরের নিকট  লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রক্টর সুব্রত কুমার অতি দ্রুতই পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।

আনন্দবাজার/শাহী/সাব্বির

সংবাদটি শেয়ার করুন