শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে নানা আয়োজনে দীপাবলি উদযাপন

সহস্র প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে জমকালো আয়োজনের মাধ্যমে দীপাবলি উৎসব পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষার্থীরা।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সিড়িতে মোমবাতি প্রজ্বলন, ফানুস উড়ানো সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়। আতসবাজি, প্রদীপের আলো, শিক্ষার্থীদের আনন্দ উল্লাস ও কোলাহলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুদীপ্ত কুমার মণ্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হৃদয় পাল, জয়ন্ত দে প্রমুখ।

এরপর বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে আরতি, মিষ্টি বিতরণ ও ধর্মীয় সংগীতসহ নানা ধর্মীয় আচার- অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি পালিত হয়।

আনন্দবাজার/এম.কে/ফা.ন.তি

আরও পড়ুনঃ  এইচএসসি ও সমমানে পাসের হার ৭৮.৬৪ শতাংশ

সংবাদটি শেয়ার করুন