ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে পরবর্তী সভায় চূড়ান্ত ও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানা গেছে।

রবিবার (০৯ নভেম্বর) প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির ১ম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ, প্রভোস্টবৃন্দ।

এ বিষয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বলেন, “সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এ সিন্ধান্ত গৃহীত হয়। এদিকে এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের এইচএসসির ফলাফল প্রকাশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।”

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন