ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী শিক্ষাবর্ষ (২০২১-২২) থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষা না নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। পাঁচটি ইউনিটের পরিবর্তে তিনটি ইউনিটের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়ার পরিকল্পনা কর্তৃপক্ষের।
তবে এটি একাডেমিক কাউন্সিলে পাস হওয়ার আগে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ফলে চলতি শিক্ষাবর্ষে (২০২০-২১) আগের নিয়মে পাঁচটি ইউনিটেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। তবে এমন উদ্যোগকে সমর্থন করছেন না তিনি।
আজ (৮ নভেম্বর) রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান ঘ ও চ ইউনিট বন্ধের প্রস্তাব তোলেন। উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীরা যে তিন ধারায় (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পড়াশোনা করেন, তার আলোকেই ভর্তি পরীক্ষার তিনটি ইউনিট করতে চান উপাচার্য। আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. রহমত উল্লাহ ও কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন উপাচার্যের প্রস্তাবে সমর্থন দেন।
এ ব্যাপারে অধ্যাপক সাদেকা হালিম বললেন, সামাজিক বিজ্ঞান অনুষদের একটা স্বকীয়তা আছে। এই অনুষদের ১৬টি বিভাগ থেকে সরকারি ও বেসরকারি নানা সেক্টরে শিক্ষার্থীরা যাচ্ছেন, ভালো করছেন। তিন শতাধিক শিক্ষক এই অনুষদে পাঠদান করেন। শিক্ষকেরা নিজস্ব পরীক্ষা চান।
আমার বক্তব্য, আমাদের অনুষদের জন্য (সামাজিক বিজ্ঞান) স্বতন্ত্র ইউনিট হওয়া উচিত। তা না পারলে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ নামে ভর্তি পরীক্ষার ইউনিট করতে হবে। একাডেমিক কাউন্সিলে অবশ্যই এটি নিয়ে আলোচনা হবে।
আনন্দবাজার/ইউএসএস