ঢাকা | বৃহস্পতিবার
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি ক্যাম্পাস থেকে মৃত নবজাতক উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনের খোলা জায়গা থেকে একটি মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সহায়তায় মৃত এ নবজাতককে উদ্ধার করেন শাহবাগ থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে। উদ্ধারের সময় নবজাতকের শরীরে পঁচন ধরেছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দৈনিক আনন্দবাজারকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবহিত। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। লাশটিকে মর্গে নিয়ে তারা পরবর্তী ব্যবস্থা নিবে।

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রক্টর বলেন, করোনা দুর্যোগের সময় মানবশিশু এভাবে ফেলে যাওয়া দুঃখজনক। আমরা মাতাপিতাকে অনুরোধ করি যতই অসুবিধা হোক এভাবে যেন রাস্তাঘাটে কেউ কোন মানবসন্তানকে রেখে না যায়।

আনন্দবাজার/শাহী/মনিরুল

সংবাদটি শেয়ার করুন