ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ম নিয়ে কটুক্তি, নোবিপ্রবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী প্রতীক মজুমদার এবং একই শিক্ষাবর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী পাল দীপ্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবুল হোসেন ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে ও শৃংখলাবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে হযরত মুহাম্মদ (সঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় অভিযুক্ত দু’জন শিক্ষার্থীকে সাময়িক ভাবে বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হয়েছে।

এটি বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ বিধায় এরুপ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজ্ঞাপতিতে আরও বলা হয়, সেই সাথে তাদেরকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা এবং আই.সি.টি আইনে মামলা করা হবে না সে বিষয়ে আগামী ০২/১১/২০২০-ইং তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত দুইদিন যাবত উত্তাল ছিলো নোবিপ্রবি ক্যাম্পাস। অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আনন্দবাজার/শাহী/সুমন

সংবাদটি শেয়ার করুন