ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বরই প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থীরা

প্রায় দীর্ঘ ২১ বছর পর প্রাতিষ্ঠানিক ইমেইল পেতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীরা। আসছে নভেম্বর মাসের মধ্যেই শিক্ষার্থীদের মিলবে বিশ্ববিদ্যালয় প্রদত্ত নিজস্ব প্রাতিষ্ঠানিক ইমেইল। ফলে গবেষণা ক্ষেত্র, শিক্ষাবৃত্তি ও ই-লার্নিং এবং নানান ধরনের অসুবিধা ও ভোগান্তি থেকে রেহাই মিলবে শিক্ষার্থীদের।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ জানান, প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদানের জন্য গুগলের সাথে যোগাযোগ করা হয়েছে। তাঁরা কিছু তথ্য চেয়েছেন, আমরা সেগুলো প্রদান করছি। আশাকরি আগামী মাসের মধ্যেই শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ইমেইল পেয়ে যাবে। প্রাথমিকভাবে ১০ হাজার শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ইমেইল দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আইটি সেল সার্বক্ষণিক গুগলের সাথে যোগাযোগ করছেন।

তিনি আরও জানান, শুরুতে এমএস এর শিক্ষার্থীরা গুরুত্ব পাবে এরপর পর্যায়ক্রমে লেভেল-৪ এর শিক্ষার্থীরা পাবে। এভাবে লেভেল অনুয়ায়ী শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ইমেইল পাবেন। তবে প্রাতিষ্ঠানিক ই-মেইল পেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই আবেদন করতে হবে। এরপর অনুষদের ডীন মহোদয় ভেরিফিকেশন করে উক্ত শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে। তবে লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে উক্ত প্রাতিষ্ঠানিক ই-মেইলটি শিক্ষার্থীরা আর ব্যবহার করতে পারবেন না বলে জানান অধ্যাপক ড. ইমরান পারভেজ।

এ বিষয়ে ল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম জানান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ইমেইল দেয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।

আনন্দবাজার/শাহী/আজিজ

সংবাদটি শেয়ার করুন