ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষা না নিতে সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিনরা । এক্ষেত্রে যদি করোনা প্রাদুর্ভাব অপরিবর্তিত থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার কেন্দ্র করে ভর্তি পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছেন তাঁরা।
আজ মঙ্গলবার সকালে ভর্তি পরীক্ষা নিয়ে পূর্ব নির্ধারিত ডিনস মিটিংয়ে এসব সুপারিশ করেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। এসব তথ্য দৈনিক আনন্দবাজারকে নিশ্চিত করেছেন ডিনস কমিটির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।
তিনি বলেন, বিভিন্ন অনুষদের ডিনরা ভর্তি পরীক্ষা অনলাইনে না নেওয়ার পক্ষে যে সুপারিশ করেছেন এসব সুপারিশ পরবর্তিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক সভায় যাবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সকালে অনুষ্ঠিত ডিনস কমিটির মিটিং এ সকল অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। জানা যায়, মিটিং এ উপস্থিত কেউই অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে সুপরিশ করেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, আমাদের ভর্তি পরীক্ষা আগের নিয়মেই অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে৷ তবে ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে।
যদি করোনা পরিস্থিতি স্বাভাবিকতার দিকে না যায় তাহলে দেশের বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোকে পরীক্ষা কেন্দ্র করে সেখানে পরীক্ষা নেয়া হবে । এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ঢাকায় আসার প্রয়োজন হবে না। সবাই নিজ নিজ বিভাগীয় শহর থেকেই পরীক্ষায় অংশ নিতে পারবে।
তিনি বলেন, প্রতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা ২০০ নম্বর হলেও এবার পূর্ণমান ১০০ করার সুপারিশ করা হয়েছে । এর আগে প্রতিবারই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্টের উপর ৮০ নম্বর থাকলেও উচ্চমাধ্যমিকে এবার অটো পাশের কারণে দু’টি রেজাল্টেই ১০ নম্বর করে মোট ২০ নম্বর দেয়ার সুপারিশ করা হয়েছে। আর এমসিকিউ ৭৫ নম্বর থেকে কমিয়ে ৩০ এবং লিখিত পরীক্ষার নম্বর বাড়িয়ে ৫০ করার সুপারিশও দেন ডিনবৃন্দ। সবমিলিয়ে ১০০ নম্বরের উপরই এবার ভর্তি পরিক্ষা নেয়ার সুপারিশ করেছেন সকল অনুষদের ডিনরা।
আনন্দবাজার/এম.কে/এম.আই