ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বার্ষিক পরীক্ষা হবে কি না জানা যাবে কাল

চলতি বছরের বার্ষিক পরীক্ষা হবে কি হবে না? আবার হলেও কীভাবে হবে এই ব্যাপারে সরকারি সিদ্ধান্ত জানা যাবে বুধবার। এদিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ব্যাপারে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন ও সরকারি সিদ্ধান্ত জানাবেন।

এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

কোভিড-১৯ এর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও এ মুহূর্তে অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি সমাপনী (ইইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।

টানা ৭ মাস যাবৎ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুসারে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন