ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইন আন্দোলনে হাবিপ্রবি ১৬ ব্যাচ

স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদানসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন গড়ে তুলেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ ব্যাচের শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থীদের নিজ ছবি পাল্টে “পরীক্ষা চাই,পরীক্ষা নেন,১৬ ব্যাচকে বিদায় দেন” লিখিত এক ব্যানারের আলোকচিত্র প্রোফাইলে স্থান করে নিয়েছে।

পরপর দুটি একাডেমিক কাউন্সিল হলেও গত ৭ মাস ধরে ঝুলে থাকা স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও স্মারক লিপি প্রদানসহ ফেসবুকে সবর হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থীরা।

এবিষয়ে ১৬ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমরা ফাইনাল পরীক্ষা দিতে প্রস্তুত। আমরা বিভিন্ন চাকরি পরীক্ষাসহ উচ্চ শিক্ষা অংশগ্রহণের সুযোগ হারাচ্ছি। আমাদের ২০১৯ সালেই অনার্স শেষ হওয়ার কথা ছিল সেখানে ২০২০ সাল শেষ হয়ে যাচ্ছে তথাপি আমাদের অনার্স শেষ হয়নি। তাই আমরা আমাদের দাবিদাওয়া পূরণের জন্য মানববন্ধনসহ অনলাইনে সবর হয়েছি।

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমি শতভাগ এবিষয়ে কাজ করবো, তবে উপাচার্য সহ ফ্যাকাল্টির ডিন ও বিভাগের চেয়ারম্যানদের সহযোগিতা একান্তই কাম্য।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম বলেন, শ্রেণীকক্ষে পরীক্ষা নেয়া সম্ভব নাহলে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের লেভেল-৪ সেমিস্টার-২ এর শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার কথা চিন্তা করতেছি।

আনন্দবাজার/শাহী/আজিজুর

সংবাদটি শেয়ার করুন