মহামারি করোনার প্রকোপের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় আট মাস ধরে বন্ধ রয়েছে। এদিকে সংক্রমণ এড়াতে প্রথমে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এরপরে জেএসসি ও এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। একইসঙ্গে অটোপাশের ব্যবস্থা করেছে সরকার।
এদিকে প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সড়কে নেমেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ নভেম্বরের মধ্যে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া না হলে হাইকোর্টে যাবে সংগঠনটি। এছাড়া কিন্ডারগার্টেনগুলো খুলতে আল্টিমেটামও দিয়েছেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে। শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক, বিনোদন কেন্দ্র খুলে দেয়া হয়েছে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। কওমি মাদ্রসা খুলে দেয়া হয়েছে। ইংরেজি মাধ্যমের ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের শিক্ষক সমাজকে বেকার করার যড়যন্ত্রে আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়ার জন্য সর্বোপরি এই দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করার জন্য, আমাদের শিক্ষার্থীদের ধ্বংস করার জন্য আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখা হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস