ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য ডুয়েট অধ্যাপক নঈম

ময়মনসিংহ বিভাগের জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) আইন অনুসারে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী কর্তৃপক্ষ সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান, ঢাকা প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের অধ্যাপক ড.মোঃ আবু নঈম শেখ।

ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

জানা যায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৭ এর ধারা (১৮) (১) (ঘ) অনুযায়ী সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে এ মনোনয়ন দেওয়া হয়। বরেণ্য এই অধ্যাপক এর আগে একাধিকবার ঢাকা প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সিন্ডিকেট সদস্য, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদেও ডীন, ছাত্রকল্যাণ পরিচালক, বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনোনীত সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন এই খ্যাতিমান গণিতবিদ।

এদিকে নতুন সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় অধ্যাপক ড.মোঃ আবু নঈম শেখকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বশেফমুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড.মোঃ আবু নঈম শেখ জানান, স্বাধীন সোনার বাংলা গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি দেশ ও জনগণের জন্য ত্যাগ তিতিক্ষার মত অন্যন্য অবদানের মধ্য দিয়ে বঙ্গমাতা হয়ে ওঠেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ইউনিক, বঙ্গবন্ধুর পরের স্থানই বঙ্গমাতার।

আর সেই মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হতে পেরে, তাছাড়া বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমি আপ্লুত। নতুন এই বিশ্ববিদ্যালয়কে অত্যাধুনিক গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন