রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাত বছরেও শেষ হয়নি স্নাতক। ফলে সেশনজট নিরসনের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে আন্দোলন করছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে তিন দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
দাবিগুলো হচ্ছে- দীর্ঘদিনের প্রকাশ না হওয়া পরীক্ষার ফলাফল ৪ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। সেশনজট নিরসনে অনলাইন ক্লাস চালু করতে হবে এবং একাডেমিক ক্যালেন্ডার দিতে হবে।
বিভাগের আন্দোলনরত ওই শিক্ষার্থীরা বলেন, দুই থেকে তিন বছরের সেশনজটের কবলে পড়ে আছে বিভাগের প্রতিটি ব্যাচ। এর আগে বিভাগের সেশনজট নিরসনে শিক্ষকদের সাথে একাধিকবার কথা বলা হলেও তারা কোন কার্যকর পদক্ষেপ হাতে নেয়নি। এমনকি করোনার আগে বিভাগের বিভিন্ন ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে বিভাগের শিক্ষকদের সাথে ফোনে যোগাযোগ করা হলেও ফল প্রকাশের কোন উদ্যোগ নেননি। বারবার অনুরোধ করা সত্ত্বেও কথা রাখেননি শিক্ষকরা। বাধ্য হয়ে আজ আমাদের এই আন্দোলন পালন করতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
তবে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান দীর্ঘদিনেও ফলাফল প্রকাশ না হওয়ার ব্যাপারটি স্বীকার করেছেন।
তিনি জানান, বিভাগের কিছু জটিলতার কারণে এখনও ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। এখন শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য ক্যাম্পাসে অবস্থান করছি। শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আনন্দবাজার/এইচ এস কে