ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আবরার স্মরণে পলাশিতে ‘আট স্তম্ভ’ উদ্ভোধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার এক বছর পূর্ণ হয়েছে গতকাল মঙ্গলবার। আবরারের মৃত্যুকে স্মরণীয় করে রাখতে গতকালই রাত বারোটা এক মিনিটে পলাশীর মোড়ে ‘আগ্রাসনবিরোধী আটস্তম্ভ’ উদ্বোধন করেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

উদ্ভোধন শেষে আখতার হোসেন বলেন, গতবছরের এদিনে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্মীদের নির্মমতার শিকার হয়ে আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়। আর যেনো কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নির্যাতন-নিপীড়ন না হয় এজন্যই এই স্তম্ভ।

পলাশীর মোড়ের ছোটো দেয়ালের উপর আটটি পিলার ও একটি ফলক দিয়ে নির্মিত হয়েছে এটি। সার্বভৌমত্ব, গণতন্ত্র, গনপ্রতিরক্ষা, সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতাসহ মোট আটটি শব্দমালা নিয়ে তৈরি হয়েছে এই আট পিলার।

এছাড়া সারাদেশে আজ শহীদ আবরার ফাহাদ স্মরনে কোরআন খতম ও দুআ মাহফিল অনুষ্ঠিত হবে । এছাড়া শাহবাগে আজ সাড়ে তিনটায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে ছাত্র সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আনন্দবাজার/এম.কে/এম.আই

সংবাদটি শেয়ার করুন