ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চার শর্তে ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল পরীক্ষার অনুমতি

করোনার বর্তমান পরিস্থিতিতে চারটি শর্তে বাংলাদেশে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে অনুমতির চিঠিতে এমন শর্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ।

এ ব্যাপারে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালনায় ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা চার শর্তে আগামী ১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেওয়ার অনুমতি দিয়ে মন্ত্রণালয় সম্মতি জানিয়েছে।

শর্তগুলো হচ্ছে– স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও ডব্লিউএইচও এর গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে।

আবেদন অনুযায়ী সারাদেশে ৩৫টি ভেন্যুতে প্রতিদিন সর্বমোট এক হাজার ৮শ শিক্ষার্থীর বেশি পরীক্ষা নেওয়া যাবে না এবং প্রতিজন শিক্ষার্থীকে কমপক্ষে ৬ ফুট দূরত্বে বসাতে হবে।

পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার জনস্বার্থে পরীক্ষা নেওয়ার অনুমতি বাতিল করতে পারে।

পরীক্ষা চলাকালীন সময়ে কোন পরীক্ষার্থী করোনায় আক্রান্ত হলে ব্রিটিশ কাউন্সিলকে এর দায়-দায়িত্ব বহন করতে হবে।

এর পূর্বে গত ২৪ সেপ্টেম্বর ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা গ্রহণের ঘোষণা দেয় ব্রিটিশ কাউন্সিল।

ওইদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তরিক সহায়তায় ব্রিটিশ কাউন্সিল অক্টোবর-নভেম্বর ২০২০-এর জিসিএসই, আইজিসিএসই, ও-লেভেল এবং আন্তর্জাতিক এ-লেভেল পরীক্ষা আগে উল্লিখিত সময়সূচি অনুযায়ী আয়োজন করতে যাচ্ছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন