ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

করোনা মহামারীর আতঙ্কে দেশের বেশিরভাগ শিক্ষার্থী এখন নিজের ঘরে বন্দি জীবনযাপন করছে। বিঘ্নিত হচ্ছে ক্লাস, পড়াশোনা ও নানারকম শিক্ষা কার্যক্রম। তবে এর মধ্যে কিছু প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম অললাইনের মাধ্যমে পরিচালনা করছে।

এবার শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বড় সুখবর দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ‘নামমাত্র’ মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ পাবে।

করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক এই সেবা দিতে সম্মত হয়েছে।

দেশে বর্তমানে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরেও অনলাইন ক্লাস চলছে, তাই সব ছাত্রছাত্রীকে একই ধরনের ইন্টারনেট সেবা দেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

বিষয়টি নিশ্চিত করে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ জানান, করোনা মহামারীর সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে সরকার নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ প্রদানের এই উদ্যোগ নিয়েছে।

এই পদক্ষেপ বিশেষ সময়ে উচ্চশিক্ষায় যুগান্তকারী অবদান রাখবে। এজন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং টেলিটককে ধন্যবাদ জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রছাত্রীরা জুম অ্যাপলিকশনের মাধ্যমে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এজন্য শিক্ষার্থীদেরকে টেলিটকের নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। ইউজিসি এ ব্যাপারে গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন