বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২০ উপলক্ষে “গনমানুষের নেতা বঙ্গবন্ধু: আগামীর বাংলাদেশের একটি নির্মোহ মূল্যায়ন” শীর্ষক একটা আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির শ্রদ্ধেয় সভাপতি জনাব ড. হাসিবুর রহমান জানান, আগামী ২৭ আগস্ট,২০২০ রাত ৮.৩০ মিনিটে ভার্চুয়াল অনলাইন মাধ্যমে অনুষ্ঠানটি আলোচনাটি অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বশেমুরবিপ্রবি রুটিন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান ছাড়াও প্রফেসর ড. মোঃ মীজানুর রহমান (উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড.সাদেকা হালিম (ডীন , সামাজিক বিজ্ঞান অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং প্রফেসর ড. রাসেদা আখতার (ডীন, সামাজিক বিজ্ঞান অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এর উপস্থিত থাকার কথা রয়েছে।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. হাসিবুর রহমান(সভাপতি, শিক্ষক সমিতি বশেমুরবিপ্রবি) এবং সঞ্চালকের ভূমিকা থাকবেন মোঃ রকিবুল ইসলাম (সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি বশেমুরবিপ্রবি)
এছাড়াও উক্ত অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান।
আনন্দবাজার/শাহী/আকীক