জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পক্ষথেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
সংগঠন টির শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আরাফাত ইসলাম খান সাগর এর উদ্যোগে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় জামে মসজিদে এই আয়োজন করা হয়।
মিলাদের আগে সংক্ষিপ্ত আলোচনায় আরাফাত ইসলাম খান সাগর বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনি খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নূর চৌধুরী ও মোসলেহ উদ্দিনকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। তারা এ দেশকে পাকিস্তানি কায়দায় পরিচালনার জন্য ইতিহাসের এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর এ জন্যই আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যক্রমও বন্ধ করে দিয়েছিল।
তিনি আরো বলেন, সব ধর্ম বর্ণের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী সফল হবে না। সবাই ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করব, এটা আজকের দিনে আমাদের শপথ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদতবরণকারী সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় পবিপ্রবি ছাত্রলীগের অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিল।
আনন্দবাজার/শহক