স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেবনাথ অনাকাঙ্খিত ঘটনায় কারাগারে রয়েছেন।
গত ৩১ জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ খান একটি বিচ্ছিন্ন ঘটনায় নির্মমভাবে খুন হন। তথ্যচিত্র নির্মাণের কাজে সেখানে তার সঙ্গে অবস্থান করছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় এর ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী ও ফ্রিল্যান্স চিত্রগ্রাহক সাহেদুল ইসলাম সিফাত এবং নির্মাতা শিপ্রা রানী দেবনাথ। তাদেরকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে আটক করা হয়।
তিনজনের মধ্যে পারিবারিক জিম্মায় একজনকে ছেড়ে দেওয়া হয়। এদিকে আটককৃত শিক্ষার্থীদের পরিবার বলছে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদেরকে। এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মানুষ আতঙ্কে রয়েছেন। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম এই দুই শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক সানমুন আহমেদ বলেন, সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার করে সবার মাঝে একটি আতংক সৃষ্টি হয়েছে। আমরা অনতিবিলম্বে ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের দুই শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দিয়ে আতঙ্কগ্রস্থ পরিবারের কাছে তাদের সন্তানদেরকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
আনন্দবাজার/শাহী/সাজেদ