ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের জন্য আসছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘ইউনিক স্কুলিং’

আলবার্ট আইনস্টাইন একটি কথা বলেছেন “If You Can’t Explain it Simply, You Don’t Understand It Well Enough”

দুঃখের সাথে বলতে হয় আমরা বাঙ্গালী শিক্ষার্থীরা এই অতি গুরুত্বপূর্ণ বিষয় থেকে হাজার মাইল দূরে আছি। তাদের এই চাহিদা আর সরবরাহের তুলনামূলক বিশ্লেষণের পর কিছু ঘাটতি আর আমাদের কিছু স্বপ্ন পূরণের তাগিদেই আমরা তাদের জন্য এক নতুন দুনিয়ার উন্মোচন করতে যাচ্ছি। সে লক্ষ্যে আমরা ইউনিক স্কুলিং নামে একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম খুলতে প্রয়াস হয়েছি।

যেখানে আমরা শুধু গৎবাঁধা বই পুস্তকের মত পড়ে গিলবো না বরং বাস্তব জীবনের নানান পরিস্থিতিতে কোন বিষয়টিতে কি হচ্ছে, কেন হচ্ছে, ঠিক কিভাবে হচ্ছে, এইটাই কেন, অন্য কিছু না কেন তা নিজ চোখে দেখে ফিল করবো। হ্যাঁ, ইউনিক স্কুলিং আমাদের শুধু এসএসসি ও এইচএসসি-ই নয় বরং আন্ডার গ্রাজুয়েটদের জন্য প্রতিটি টপিকে প্রাণবন্ত এনিমেটেড ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছে।

শুধু একাডেমিক নয়। ইউনিক স্কুলিং থেকে তুমি খুঁজে নিতে পারো তোমার পছন্দের কো-কারিকুলার এক্টিভিটির উপর ভিডিও টিউটোরিয়াল।

আপনিও চাইলে ইউনিক স্কুলিং পরিবারের একজন সদস্য হতে পারেন। সদস্য হতে জয়েন করুন নিচের গ্রুপে।  এছাড়া ইউনিক স্কুলিং এর ভিডিও টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেলে

ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/693430321400074/?ref=share
ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/c/UniqueSchooling

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন