করোনাকালীন সময়ে অসহায়, দিন-মজুর, ও নিম্ন মধ্যবিত্ত বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সেভ দ্য টুমরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান সৈকত।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় বন্যার্তদের মাঝে সেভ দ্য টুমরো জাককানইবি শাখার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
উপহারের প্রতিটি প্যাকেটে ছিল পোলাও চাল, সেমাই, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, সাবান, মসলা ইত্যাদি।
অসীম এ উদ্যোগ নিয়ে সংগঠনের সভাপতি আশিকুর রহমান সৈকত জানান, আমরা গত ঈদের ধারাবাহিকতায় এবারও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। এ কার্যক্রম সামনের দিনগুলোতেও ধারাবাহিকভাবে চলবে। শুক্রবার জামালপুরের ইসলামপুর, সিরাজগঞ্জ ও খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমাদের সাধ্যমতো ঈদ উপহার পৌঁছে দেয়া হবো। ইতিমধ্যে সাতক্ষীরায় ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে।
আনন্দবাজার/শাহী