ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত

করোনা মহামারী বিবেচনায় কোটবাড়ি ও সালমানপুরের মেসে বসবাসরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ভাড়া ৪০শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কুমিল্লা শহরের মেসগুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি।

শনিবার (১১জুলাই) সালমানপুর ও কোটবাড়ির মেস মালিকদের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সংক্রান্ত সভায় সমন্বিতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দীন বলেন- “করোনার প্রেক্ষাপটে মানবিক দিক বিবেচনায় মেস মালিক ও আমাদের সর্বসম্মতিক্রমে ভাড়া ৪০শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ বিলও এর অন্তর্ভুক্ত থাকবে৷ সকলের সহযোগিতায় এমন সিদ্ধান্তে আসাটা একটা সফলতা বলা যায়।”

শহরের মেসগুলোর ভাড়া মওকুফের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন- “শহরের মেস মালিকদের নিয়ে জেলা প্রশাসকের সহযোগিতায় শীঘ্রই আমরা বৈঠকে বসবো৷”

প্রসঙ্গত, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ২৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মেস ভাড়া নিয়ে বিদ্যমান সমস্যার সমাধানে একটি কমিটি গঠন করে।

আনন্দবাজার/মাহমুদুল

সংবাদটি শেয়ার করুন