ঢাকা | শনিবার
৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিএসে ইংরেজিতে ১ম হলেন বেরোবির মুন্নী রাণী

চেষ্টা ও ইচ্ছা শক্তিই মানুষকে হীরার মত শক্ত ও দামী করে তুলতে পরে। বলছি সদ্য ঘোষিত ৩৮ তম বিসিএস চূড়ান্ত ফলাফল সারা দেশে ইংরেজি সাহিত্য ১ম হয়ে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের সাবেক শিক্ষার্থী মুন্নী রাণী।

নিজের প্রবল ইচ্ছা শক্তি আর নানা প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সফলতার চূড়ায় পা রেখেছেন মুন্নী।এসএসসি ও এইচএসসি তে জিপিএ-৫ পেয়ে তারপর নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে। শুধুমাত্র তার নিজ জেলা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পছন্দের সাবজেক্ট ইংরেজি সাহিত্যে ভর্তি হন। এবং একাডেমি রেজাল্ট সাবেক এই শিক্ষার্থী স্নাতকে ৩.৫৮ও স্নাতকোত্তরে ৩.৫৯ সিজিপিএ পেয়ে বিভাগে প্রথম স্থান অধিকার করে।

নিজের ভালোলাগা আর পরিবার ও সবার উৎসাহে তার শিক্ষা ক্যাডার প্রতি ভালোবাসা জন্ম নেয়। স্নাতকোত্তরে পড়াশোনার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নিয়েছেন। রংপুর সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত আছেন। ২য় বার অংশগ্রহণই শিক্ষা ক্যাডারে ইংরেজিতে প্রথম হওয়ার সাফল্য অর্জন করেছেন মুন্নী রানী।

স্নাতকে সারা বছর ক্লাস-এ্যাসাইমেন্ট পরিক্ষা নিয়েই ব্যস্ত থাকতে হত। সবকিছুর পাশাপাশি বিসিএসর প্রস্তুতি নিয়েছেন।
সময় নষ্ট না করে পড়াশোনা চালিয়েছেন। ইংরেজির শিক্ষার্থী হওয়ায় ইংরেজিতে বেসিক ভালো ছিল। নিয়মিত গণিত ও বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলা চর্চা করেছেন।

দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি গ্রহণের শুরুর কথা এবং সাফল্যের গল্প সম্পর্কে এমনটিই বলছিলেন ৩৮ তম বিসিএস-এ (সুপারিশকৃত) শিক্ষা ক্যাডারে ইংরেজি বিষয়ে প্রথম স্থান অধিকারী মুন্নী রাণী ।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই স্বপ্ন দেখতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া সাথে বিসিএস পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিসিএস পরিক্ষা পর নিজের ওপর বিশ্বাস ছিল যে ক্যাডার হতে পারব।

বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজের পঠিত বিষয়টি সর্ব্বোচ্চ গুরুত্ব সহকারে পড়তে হবে। পাশাপাশি বিসিএস এর পড়াশনা করতে পারে। নিয়মিত পড়তে হবে। এবং ক্যাডার নির্বাচন ভেবেচিন্তে করতে হবে। গণিত ও ইংরেজির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, শুরু থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।যেহেতু বিসিএস পরীক্ষা অনেক বড় প্রতিযোগিতামূলক এ জন্য পরীক্ষার সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হব। নিয়মিত পত্রিকা পড়তে হবে। সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে আপডেট থাকতে হবে। নিজের মতো করে প্রস্তুতি নিন। আর চাপমুক্ত থেকে পরীক্ষা দিতে হবে।

মুন্নী রাণী রংপুরের কে জে ইসলাম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং শঠিবাড়ি ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিকের গণ্ডি সম্পন্ন করেন। তার জন্ম রংপুর জেলার পীরগন্জ থানায়। অবসরে হিস্ট্রিক্যাল মুভি দেখতে এবং গল্প ও উপন্যাসের বই পড়তে খুব ভালবাসেন।

আনন্দবাজার/শাহী/কেহি

সংবাদটি শেয়ার করুন