২০২০-২১ অর্থ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মোট ৫৪ কোটি ২ লাখ টাকার বাজেট বরাদ্দ হয়েছে। যা ২০১৯-২০ অর্থ বছরের তুলনায় প্রায় ১৫ লাখ টাকা বেশি। এর আগে ২০১৯-২০ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিলো মোট ৫৩ কোটি ৮৭ লাখ টাকা।
বাজেটের বিষয়টি নিশ্চিত করেছেন বশেমুরবিপ্রবির হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ সুজাউদ্দিন জানান, “চলতি অর্থ বছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুদানের পরিমাণ মোট ৩২ কোটি ২ লাখ টাকা। ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ছিলো ২২ কোটি টাকা। সবমিলিয়ে বাজেট মোট ৫৪ কোটি ২ লাখ টাকায় দাঁড়িয়েছে ।”
এর আগে গত ২৪ জুন,২০২০ রোজ বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’র) প্রথমবারের মতো অনলাইন ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ১৫৮ তম পূর্ণ কমিশন সভায় চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২০-২০২১ অর্থবছরে ৮ হাজার ৪৮৫ কোটি ১২ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়। উক্ত অনলাইন সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহজাহান এবং আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও পরিকল্পনা কমিশনের সদস্য , শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এফআইবি