মহামারি করোনাভাইরাসের প্রভাব চলে যাওয়ার পরও দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস চলমান থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার এ-টু-আই-এর আয়োজনে অনলাইন ক্লাসরুম উদ্বোধন বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব বলেন।
শিক্ষামন্ত্রী জানান, আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থায় আর কয়েক বছর পরেই হয়ে যেত। তবে করোনা পরিস্থিতির কারণে এ ব্যবস্থা আমাদের আগে করতে হলো। আমাদের শিক্ষার্থীদের নতুন দক্ষতা অর্জনের প্রয়োজন আছে। সুতরাং অনলাইন শিক্ষাই তাদের জন্য বড় সহায়ক হিসেবে কাজ করবে বলে আশা করছি।
তিনি আরও জানান, বর্তমানে বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনলাইনে শিক্ষা কার্যক্রমের উদাহরণ রয়েছে। তাই পাঠ্যবইয়ের কনটেন্ট ই-কনটেন্টে রূপান্তিরিত করতে হবে। আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। এখন আমরা ১০ শতাংশ শিক্ষার্থীদেরও অনলাইন শিক্ষায় সুযোগ (অ্যাকসেস) দিতে পারছি না। ইন্টারনেটের খরচ কমানো যায় কিনা সেটা কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
আনন্দবাজার/এম.কে