ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্র্যাক ইউনিভার্সিটিও হার্ভার্ড এমআইটি-এর মতো অনলাইন শিক্ষা পদ্ধতি চালু করছে

ব্র্যাক ইউনিভার্সিটি করোনার এই অবস্থার মধ্যেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে হার্ভার্ড এম আই টি বিশ্ববিদ্যালয়ের আদলে নিজস্ব অনলাইন লার্নিং প্লাটফর্ম তৈরি করছে। ‘বিইউএক্স’ নাম দেওয়া হয়েছে অনলাইন লার্নিং প্লাটফর্মটির। অনলাইন এই প্লাটফর্মে দুর্বল ইন্টারনেট ব্যবস্থাতেও শিক্ষার্থীরা যে কোনো স্থান থেকে স্বচ্ছন্দে ও মিথস্ক্রিয়ভাবে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।

দুর্বল ইন্টারনেট ব্যবস্থাতেও শিক্ষার্থীরা যে কোনো স্থান থেকে স্বচ্ছন্দে ও মিথস্ক্রিয়ভাবে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।

এই প্লাটফর্ম সম্পর্কে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং, পিএইচডি জানান, ‘স্প্রিং-২০২০ সেমিস্টারে অনলাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। ‘বিইউএক্স’ এর অনলাইন শিক্ষণ পদ্ধতি হবে ভিন্নধাঁচের যেখানে শিক্ষকমন্ডলী জুম এর মতো ভিডিও কনফারেন্সিং টুলস ব্যবহার করে পাঠদান করাবেন। এখানে আরো অনেক সুবিধা রয়েছে।’

শিক্ষা পদ্ধতির এই রূপান্তর কোর্স আধুনিকায়নের সুযোগ ঘটিয়ে আন্তর্জাতিক মানের হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন