ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরের মেসভাড়া ৪০% মওকুফের সিদ্ধান্ত মেস মালিকদের

সম্প্রতি মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চলমান ছুটিতে রংপুরের মেসে বসবাসকারী শিক্ষার্থীদের মেস ভাড়া ৪০% মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ই জুন) বেলা বারোটার দিকে জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে রংপুরের সকল মেস মালিক সমিতির প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধির উপস্থিতিতে সভায় সকলের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আশরতপুর মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। তিনি আনন্দবাজারকে জানান, জেলা প্রশাসক ও ছাত্রনেতাদের সাথে বসে আমরা মেস ভাড়ার ৪০% ছাড়ের সিদ্ধান্তে উপনীত হয়েছি। এছাড়া অন্যান্য সব (বিদ্যুৎ বিল, খালাদের বিল, নেট বিল) আগের মতই প্রতিটি বর্ডার বহন করবে। এটি এপ্রিল থেকে যতদিন পর্যন্ত করোনার এই অবস্থা থাকে ততদিন পর্যন্ত চলবে।

এদিকে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার জানান, জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ। শিক্ষার্থীদের কাছে অনুরোধ যাতে মেস মালিকদের সাথে আমরা সু-সম্পর্ক বজায় রাখতে পারি এবং এই পারস্পরিক সম্পর্ক যেন সবসময় বজায় থাকে এই প্রত্যাশা করি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন