গণস্বাস্থ্য মেডিকেলে অফিসার নিয়োগ, বেতন সমস্যা, নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে টানা তিনদিন আন্দোলনরত ইন্টার্ণ চিকিৎসকদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে আজ রাত থেকেই কর্মস্থলে ফিরবেন তাঁরা।
বৃহস্পতিবার (১৮ জুন) সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন ইন্টার্ণ চিকিৎসকরা। তাঁরা বলেন, আমাদের সার্বক্ষণিক মেডিকেল অফিসার রাখার দাবি ছিল। ঐটা মেনে নেয়া হয়েছে। সামনের মাস থেকে বেতন সময়মত প্রদানের ব্যাপারে কলেজের অধ্যক্ষ নিজে তদারকি করবেন। এছাড়া গ্রামে যেসব ইন্টার্ণ ডাক্তাররা যান, তাদের থাকা-খাওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিবে।’
সূত্রমতে, বেতন বৃদ্ধির ব্যাপারে ইন্টার্ণ চিকিৎসকদের একটি আবেদনপত্র দাখিলের জন্য বলা হয়েছে। তাছাড়া, জানুয়ারিতে পাশ করা আরও ১৬ জনসহ মোট ৫০ জন ইন্টার্ণ চিকিৎসক বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করবেন। জানা যায়, আজ দুজন মেডিকেল অফিসার যোগদান করেছে এবং রবিবার জুনিয়র মেডিকেল অফিসাররা যোগদান করবেন।
আলোচনার বিষয়ে হাসপাতালের পরিচালক ডা: মিজানুর রহমান বলেন, ‘এখন থেকে প্রতি মাসের ৫-৭ তারিখের মাঝে বেতন পাওয়ার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ। এছাড়া মেডিকেল অফিসার নিয়োগ হয়েছে এবং কিছু ভাইভাও শেষ হয়েছে। আর বাকি যেসব বিষয়ে তাঁরা বলেছিল সেগুলো পরে অধ্যক্ষের সাথে আলোচনা করবে।’
এছাড়া তাঁর বিরুদ্ধে করা অশ্লীল ও কুরুচিপূর্ণ অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা। তাঁরা এ বিষয়ে লিখিত ক্ষমা চাইবে। আমি নিজে যারা এমন আচরণ করে, তাদেরকে শোকজ করেছি। তাহলে আমি কিভাবে এমন আচরণ করতে পারি?’
প্রসঙ্গত, গত ১৪ মে উপরোল্লিখিত দাবি আদায়ে কলেজের অধ্যক্ষ ডা: ফরিদা আদিব খানম বরাবর স্মারকলিপি প্রদান করে ইন্টার্ণ চিকিৎসকরা। কিন্তু একমাস হয়ে গেলেও এ ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় গত ১৫ মে হাসপাতালের পরিচালকের সাথে যোগাযোগ করেন তাঁরা। কিন্তু পরিচালক তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন অভিযোগ করে তাঁরা কর্মবিরতির ঘোষণা দেন।
আনন্দবাজার/শাহী