ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় শিক্ষার্থীদের সহায়তায় ‘স্কলারশিপ ফর বাংলাদেশ’

করোনায় বাংলাদেশ সহ আজ অবরুদ্ধ সারা বিশ্ব। এই ভাইরাসের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে থেমে গেছে কর্মজীবনও। করোনার সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন যাবত বন্ধ আছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এতে থেমে গেছে দেশের শিক্ষা ব্যবস্থা এবং সেই সাথে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা।

দেশের শিক্ষার্থীদের মধ্যে একটি বিরাট অংশ হচ্ছে মধ্যবিত্ত পরিবারের। যারা টিউশনি এবং পার্টাইম কাজ করে তারা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের খরচ চালায়। কিন্তু করোনায় এমন পরিস্থতিতিতে দেশ লকডাউন থাকায় তাদের কাছে নেই টিউশনি, নেই চাকরী, নেই কোনো অর্থ। এ কারণে তাদের পড়াশুনা এবং জীবন চালানো হয়ে গেছে অনেক কষ্টসাধ্য।

তাই এই সমস্যাগুলো সমাধানে কাজ করছে ইন্সপায়ারিং বাংলাদেশের আয়োজনে এবং মালয়েশিয়া ভিত্তিক তরুণদের সংগঠন ‘ইয়ুথ হাব’। জানা গেছে ১ কোটি ১০ লাখ প্রবাসীদের সংঘটন ‘এন আর বি সাপোর্ট ও এসো সবাই’ এর সহোযোগীতায় ‘স্কলারশিপ ফর বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীদের করোনার সময়ের সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে।

এই ব্যাপারে ইন্সপায়ারিং বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ জানান, স্কলারশিপ ফর বাংলাদেশ থেকে যে দুইটি প্রজেক্টকে আমরা সাপোর্ট করছি তা হচ্ছে অনির্বান, করোনা কালীন শিক্ষাবৃত্তি ও ত্রিকোণমিতি – বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ। আমরা মনে করি এই স্কলারশিপে আপনার অংশগ্রহণ এবং সহযোগিতায় আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ তৈরিতে কার্যকর ভূমিকা পালন করবে। ইন্সপায়ারিং বাংলাদেশ ও ইয়ুথ হাবের সাথে ‘এন আর বি সাপর্ট’ ও ‘এসো সবাই’ সহযোগী হিসেবে কাজ করছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন