মহামারি করোনার প্রকোপে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেখানে দীর্ঘ ৮৩দিন বন্ধের পর অফিস খুলার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ৮ জুন থেকে সীমিত আকারে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুললেও কোনো ধরনের ক্লাস-পরীক্ষা চলবে না। সীমিত আকারে কয়েকটি প্রশাসনিক দপ্তরের কার্যক্রম চলবে।
রেজিস্ট্রার আরও জানান, সামনে বাজেট উপলক্ষে কিছু কাজ বাকি রয়েছে। এজন্য অর্থ দপ্তর খুলবে। এছাড়াও নতুন ক্যাম্পাসের কাজ আছে, ছাত্রী হল ও নতুন ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণের অসম্পূর্ণ কাজও শুরু হবে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে করোনা প্রকোপে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ছিলো।
আনন্দবাজার/শাহী