ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সফলতার দশম বর্ষে জবি ক্যারিয়ার ক্লাব

হাটি হাটি পা করে সফলতার ৯ বছর পেরিয়ে আজ দশম বর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাব। যাত্রা শুরুর পথটা এতটা মশ্রিন না হলেও ৯ বছর পরে এসে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্লাবে পরিণত হয়েছে ক্যারিয়ার ক্লাব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের যাত্রাটা শুরু হয় ২০১১ সালে। মাত্র ৮ জনের হাত ধরে ছোট পরিসরে শুরু হয় জবি ছাত্রছাত্রীদের চাকরিবাজারে অন্যান্য সব বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের সাথে এগিয়ে রাখার জন্য চেষ্টা। বিভিন্ন সময় আয়োজন করা হয় বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা, বিভিন্ন প্রতিযোগিতা। মূলত চাকরিবাজারে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতেই শিক্ষার্থীদের নিয়ে পরিচালনা করা হয় বিভিন্ন কার্যক্রম।

সেই ২০১১ সাল থেকে চলতে চলতে নয়টি বছর শেষ করে আজ দশম বছরে পা দিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। সেই ৮ জন নিয়ে শুরু করা ক্লাবে আজ সরাসরি সক্রিয়ভাবে কাজ করছে ১০৩ জন ক্লাব মেম্বার। সকলেই কাজ করে যাচ্ছে প্রতিটা ছাত্রছাত্রীর একটি সুন্দর আগামীর জন্য।

জবি ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক আবির হোসাইন বলেন, আমরা সব সময়ই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করি তাদের একটা প্লাটফর্ম দেয়ার যেখানে অন্যদের সাথে তালমিলিয়ে আগে কাজ শিখে। এতে করে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে প্রাক্টিকালভাবে বিভিন্ন সমস্যার সমাধান নিজেই করে নিজের প্রতিভাটা বিকাশ করার সুযোগ পাবে।

”আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরবরতী জেনারেশনের কর্পোরেট লিডার হিসেবে তৈরী করার জন্য কাজ করছি’ জানিয়ে ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো: জাহিদুল ইসলাম বলেন, ক্লাবের মাধ্যমে একেবারে শুরু থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের ট্রেইনিং, নেটওয়ার্কিং এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। এছাড়া, জবি শিক্ষার্থীরা নিজেদেরকে যেন চাকরিবাজারে প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য প্রতিনিয়ত বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগীতার আয়োজন করে যাচ্ছি।

 আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন