প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছেন। রবিবার সকাল ১০টায় গণভবন থেকে এ ফল ঘোষণা করেন তিনি।
এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেছি।
পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। শিক্ষামন্ত্রী জানান, এসএমএস, প্রি-রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।
প্রকাশিত ফলে জানা যায়, যশোর বোর্ডে পাসের হার ৮৭. ৩১। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫. ২২। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৪.৭৫।
আনন্দবাজার/শহক