ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবির আরও এক প্রশাসনিক কর্মকর্তা করোনায় আক্রান্ত

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আরও এক প্রশাসনিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন৷ তিনি বশেমুরবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের একজন কর্মকর্তা ৷

গত শুক্রবার (২৯শে) রাতে কোটালিপাড়া সদর হাসপাতাল আক্রান্ত কর্মকর্তাকে মুঠোফোনের মাধ্যমে করোনা পজিটিভের কথা নিশ্চিত করেন ৷

এ ব্যাপারে কথা বললে করোনা আক্রান্ত কর্মকর্তা জানান, “ঈদের দিন থেকে জ্বর এবং তীব্র মাথা ব্যাথা শুরু হয়। বেশ অনেক দিন ধরেই আমার কোল্ড এলার্জির সমস্যা রয়েছে। কিন্তু ঈদের দিন হতে হালকা স্বর্দি-কাশির পাশাপাশি শ্বাসকষ্ট অনুভব করি। শ্বাসকশষ্ট বেড়ে গেলে থাকতে না পেরে গত বৃহস্পতিবার (২৮ মে) কোটালিপাড়া সদর হাসপাতালে করোনা টেষ্টের জন্য নমুনা দিয়ে আসি।

এরপর গত শুক্রবার সন্ধ্যার পর কোটালিপাড়া থানা পুলিশ প্রশাসনসহ হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আমাকে ফোন দিয়ে করোনা পজিটিভ এর বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে তারা আমার বাড়িতেও আসেন।”

তার সুস্থতার কথা নিশ্চিত করে তিনি আরও জানান, “বর্তমানে আমি সুস্থ আছি এবং নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।”

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন