ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বাবা-ভাইকে হারালেন ঢাবি শিক্ষার্থী

করোনায় আক্রান্ত হয়ে বাবা এবং করোনা উপসর্গ নিয়ে ভাই মারা গেল ঢাবি শিক্ষার্থী হাবিবুল্লাহ রিফাতের। দুই দিনের ব্যবধানে বাবা ও ভাইকে হারিয়ে বাকরুদ্ধ ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত এই শিক্ষার্থী।

আজ শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রাম শহরের হালিশহরে নিজ বাসায় করোনা উপসর্গ নিয়ে মারা যায় তার বড়ভাই। দুই দিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তার বাবা। করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রতায় আইসিইউতে ভর্তি করানো যায়নি বলে জানান ঢাবি শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তাঁর বাড়ি চট্টগ্রামের হালিশহরে।

করোনার হাত থেকে মা ও বোনকে বাঁচাতে হালিশহরের নিজ বাড়িতে তাদেরকে নিয়ে যান হাবিবুল্লাহ রিফাত। কিন্তু তার চাচারা বাধা দেয়। চাচারা বাড়িতে থাকতে দিবে না বলে জানায়।

বড় ভাইয়ের মৃত্যু নিয়ে ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন এই ঢাবি শিক্ষার্থী। “আমার অসুস্থ বড়ভাই টাও সম্ভবত মারা গেছে। বাসায় একটা ডাক্তার বা কেউ এসে কনফার্ম করতে পারবেন? কোনো হেল্প?” পরে তিনি নিশ্চিত করেন যে তার ভাই মারা গেছেন।

এর আগে বাবাকে নিয়েও ফেইসবুক স্ট্যাটাস দেন হাবিবুল্লাহ রিফাত। ফেইসবুক স্ট্যাটাস টি হুবহু এমন, “আমার বাবা বাম দিকে কাত হয়ে শুয়ে ছিলেন। আমি ছিলাম তার ডানদিকে। হঠাৎ একটা খিচুনি দিয়ে তড়পাতে তড়পাতে আমার কোলে এসে পড়লেন। নিশ্বাসটা বন্ধ হবার সময় চোখ কটমট করে আমার দিকে তাকিয়ে যেন বলছিলেন, ‘৩০ ঘন্টা সময় পেয়েও আমাকে একটা আইসিইউতে নিতে পারলি না?’

হাবিবুল্লাহ রিফাত আরো জানান যে, প্রতিবেশীদের মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি এবং তার পরিবার। চাচারা নিজ বাড়িতেই তাদেরকে থাকতে দিচ্ছেন না। মা ও বোনকে বাড়িতে রাখতে আসলে চাচারা বাড়িতে থাকতে দিবে না বলে জানিয়ে দেয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন